বাংলা জনপ্রিয় ধারাবাহিক তৈরি করছে পিতৃতান্ত্রিক নারী
সংগ্রাম করে টিকে থাকা নারী, লড়াকু নারী, প্রতিবাদী নারী পিতৃতান্ত্রিক সমাজের নজরে বেহায়া, বেয়াদব। তাই সমাজের চোখে-মনে যা সুখ দেয় তাকে দেখানোই যেন বেশিরভাগ বাংলা ধারাবাহিকের পরিচালকদের মহান দায়িত্ব। নারীর ক্ষমতায়ন তৈরির বুলি কপচে নাটক শুরু হয়েই তা বিলীন হয়। আর্থিক স্বনির্ভরতা ছাড়া ক্ষমতায়নের বাণী অসত্য। ধারাবাহিকের নায়িকারা ক্ষমতায়নের বাণী দিয়ে যাত্রা শুরু করে বৈবাহিক জীবনের প্রথাগত পীড়নযন্ত্রে নিজেকে শুদ্ধ করে সমাজের সংক্রমিত মগজকে আরও চাঙ্গা রাখছে।
by আফরোজা খাতুন | 28 May, 2024 | 344 | Tags : Popular Bengali Serial patriarchy